রবিবার, মে ১৯, ২০২৪

মিশিগানে দুর্গোৎসব শুরু : শিব মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান আজ

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ওয়ারেন, ০১ অক্টোবর : মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শনিবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। আজ মহাষষ্ঠী। কল্পারম্ভে ঘট স্থাপন, অকালবোধন, অধিবাস শেষে আমন্ত্রণ জানানো হবে দেবীকে। ঢাক-ঢোল আর কাঁসার বাদ্যে শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা  ৫ দিনের সার্বজনীন শারদীয় দুর্গোৎসবে মিশিগানে উৎসবের আমেজ বইছে। ইতিমধ্যে এখানকার বিভিন্ন মন্দির ও পুজা মন্ডপে দুর্গোৎসবের জমজমাট প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও মিশিগানের বেশ কিছু মন্দির ও সংগঠনের উদ্যোগে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য মন্ডপের মধ্যে রয়েছে ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয়, মিশিগান কালীবাড়ি, ডেট্রয়েট দুর্গা মন্দির, কমার্স চার্টার টাউনশীপে বিচিত্রা, অ্যান আনবার স্বজন, কমার্স চার্টার  টাউনশীপে বিচিত্রা ইনক, সাগিনা সিটিতে ট্রাই সিটি বেঙ্গলি এসোসিয়েশন। এছাড়াও রাজ্যের বিভিন্ন সিটিতে পুজা অনুষ্ঠিত হচ্ছে। অধিকাংশ মন্দির বা মন্ডপে  তিথি অনুযায়ী ০১ অক্টোবর থেকে ০৫ অক্টোবর পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে কয়েকটি স্থানে উইকেন্ডে অর্থাৎ শনি ও রোববার অনুষ্ঠিত হবে পূজা। দুর্গোৎসবকে ঘিরে এখানকার মন্ডপগুলো  রঙ- বেরঙের আলোকসজ্জা আর নানা রঙের ডিজাইনে সাজানো হয়েছে।

কাল রবিবার সপ্তমী তিথীতে নবপত্রিকা স্নান ও  সিদ্ধিদাতা গণেশের পাশে কলাবউ স্থাপন করা হবে। এইদিনেই প্রাণ সঞ্চার করা হবে দেবীর মৃন্ময়ীতে। সোমবার মহা অষ্টমী তিথিতে সনাতনী নারী-পুরুষ, শিশু-কিশোর-বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেবে। এইদিনই হবে সন্ধিপূজা। 
৪ অক্টোবর মহানবমী এবং ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে।
দুর্গোৎসব উপলক্ষে পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটকসহ নানা আয়োজন থাকছে এখানকার মণ্ডপগুলোতে। এদিকে ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয়ে ৯ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের  প্রথম দিনে আজ শনিবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে থাকছে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা পাঠ, ধামাইলসহ নানা আয়োজন। সন্ধেয় ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধনের মাধ্যমে শুরু হবে শারদীয়া দুর্গোৎসব। 


এ জাতীয় আরো খবর