রবিবার, মে ১৯, ২০২৪

নেচে গেয়ে শিব মন্দিরের মঞ্চ মাতালেন শালিনী

  • নিজস্ব প্রতিবেদক :
image

ওয়ারেন, ০৩ অক্টোবর : একের পর এক গানে দর্শক-শ্রোতাদের মন মাতিয়েছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শালিনী মুখার্জি। শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিনে গতকাল রবিবার নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ের গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন তিনি।


রাত ৯টায় মঞ্চে আসেন তিনি। হল ভর্তি অসংখ্য দর্শক তারই অপেক্ষা করছিলেন। শালিনীর গান উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত দর্শক-শ্রোতা। একের পর এক মন মাতানো গানের তালে তালে তিনি  সকলকে মাতিয়েছেন আনন্দের ভেলায়। গানের সুরে আনন্দে মাতোয়ারা ছিল অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রেণীর দর্শক। রাত হলেও মঞ্চের সামনে দর্শক ছিল চোখে পড়ার মতো। অনেক রাত পর্যন্ত তিনি গেয়েছেন, নেচেছেন এবং নাচিয়েছেন সবাইকে।  অনুষ্ঠান শেষে শিল্পীর সাথে ফটো সেশন পর্বে সবাই মঞ্চে এসে ছবি তুলেন। 

এর আগে নাচ, গান, কবিতায় জমে ওঠে অনুষ্ঠান। কবিতা পাঠ করেন ড. দেবাশীষ মৃধা. দেবাশীষ দাশ এবং আবৃত্তি শিল্পী সাইফ সিদ্দিকী। গান পরিবেশন করেন প্রতীক দাশ, সুস্মিত রুদ্দুর, শ্রদ্ধা হাওলাদার, শ্রুতি হাওলাদার, চিনু মৃধা, ইলোরা হাসান, ঝন্টু দাশ, দেবব্রত দেব, হারান কান্তি সেন ও নুর চিশতি। অন্তরা অন্তির কোরিওগ্রাফিতে গ্রুপ নৃত্য পরিবেশন করেন স্মরনিকা, প্রমিতা, আনিস্কা ও সৃষ্টি। অন্তরা অন্তির কোরিওগ্রাফিতে অপর একটি  গ্রুপ নৃত্য অংশ নেয় অরিয়ন, স্বাগত, আরুশ এবং অনুব্রত। 


অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. দেবাশীষ মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী সুজিত দত্ত, ডা: মোহাম্মদ এম  হুসাইন, মন্দিরের কো-অডিনেটর রতন হাওলাদার, মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু,
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন চিনু মৃধা। সহযোগীতায় ছিলেন রতন হাওলাদার, সৌরভ চৌধুরী, নুর চিশতি, রাজর্ষি চৌধুরী গৌরব।


এ জাতীয় আরো খবর