রবিবার, মে ১৯, ২০২৪

দুবাইয়ে নতুন হিন্দু মন্দিরের জমকালো উদ্বোধন

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

জেবেল আলি, (সংযুক্ত আরব আমিরাত) ০৭ অক্টোবর : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি অঞ্চলে দশমীর দিনে জমকালো আয়োজনে বৃহত্তম হিন্দু মন্দিরের উদ্বোধন করা হয়েছে। গত ৪ অক্টোবর এই মন্দিরের উদ্বোধন করেন দুবাইয়ের মন্ত্রী শেখ নাহান মুবারক আল নাহায়ান। 
আরব ও ভারতীয় স্থাপত্যকলার সংমিশ্রণে তৈরি এই মন্দিরে রয়েছে ধ্যান কক্ষ ও হল ঘর। বিশাল সেই হল ঘরেই রাখা হয়েছে ১৬ জন দেবতার মূর্তি। প্রার্থনা কক্ষে বেশিরভাগ দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। ২০২০-র মে মাসে মন্দিরের ভিত্তি স্থাপন হয়েছিল। ৭০ হাজার বর্গফুটের মন্দিরে সকল ধর্মের মানুষকে স্বাগত জানানো হয়েছে। এ মন্দির নির্মানে খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ কোটি ৪১ লাখ টাকা। মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, মধ্যপ্রাচ্যের বৃহত্তম মন্দিরে একসঙ্গে ১ হাজার ২০০ জন ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন। । একই সঙ্গে মন্দিরের ছাদে তৈরি করা হয়েছে গোলাপি রঙের থ্রিডি পদ্ম। দুবাইয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। মন্দিরে সব ধর্মের মানুষরাই আসতে পারবেন বলে আগেই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সব মিলিয়ে নজর কেড়েছে মুসলিম প্রধান এই দেশের হিন্দু মন্দির। বিশেষ করে সে দেশে হিন্দু ধর্মালম্বী বসবাসকারী মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়াতে খুশি তাঁরা।


এ জাতীয় আরো খবর