রবিবার, মে ১৯, ২০২৪

লক্ষ্মী পূজা উপলক্ষে শিব মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান আজ

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ওয়ারেন, ০৯ অক্টোবর : নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে আজ রবিবার কোজাগরি লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে। এটি বাঙালি হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বছর শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। এ পূর্ণিমাকে বলা হয় কোজাগরী। তাই এ পূজাকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পূজা।
শিব মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যা ৬টায় শুরু হবে লক্ষ্মী পূজা। রাত সাড়ে ৭টায় অঞ্জলি শেষে প্রসাদ বিতরণ করা হবে। লক্ষ্মী পূজা উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সঙ্গীত পরিবেশন করবেন অরিত্রি রায়।
উল্লেখ্য, বাঙালি হিন্দুর ঘরে ঘরে লক্ষ্মী পূজা এক চিরন্তন প্রথা। হিন্দু শাস্ত্র মতে, লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় এবং সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে।


এ জাতীয় আরো খবর