রবিবার, মে ১৯, ২০২৪

শিব মন্দিরে শ্যামাপূজা উদযাপন কমিটি গঠন

  • নিজস্ব প্রতিবেদক :
image

ওয়ারেন, ১৭ অক্টোবর : শিব মন্দির টেম্পল অব জয়ের এক সাধারণ সভা গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মন্দিরের কো অর্ডিনেটর ইঞ্জিনিয়ার রতন হাওলাদার। 
বক্তব্য রাখেন পুর্নেন্দু চক্রবর্তী অপু, রাখি রঞ্জন রায়, সৌরভ চৌধুরী, আশুতোষ চৌধুরী, অজিত দাশ, তপন শিকদার, হিরালাল কপালী, অরূপ পুরকায়স্থ, কমলেন্দু পাল, অতুল দস্তিদার, অসিত চৌধুরী, চিন্ময় আচার্য্য, ঝন্টু দাশ, সঞ্জয় শীল প্রমুখ।
সভায় আসন্ন শ্যামাপূজা ও দীপাবলি উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশের উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য সভায় আশুতোষ চৌধুরীকে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন অতুল দস্তিদার, হীরালাল কপালী, অরূপ পুরকায়স্থ, বাবুল পাল, সঞ্জয় শীল, কুলেন্দু পাল, ঝন্টু দাশ, হিমেল দাশ, রাহুল দাশ,  স্বদেশ রঞ্জন সরকার এবং জিতেন গোপ।
সভায় শ্যামাপূজা ও দীপাবলি উৎসব পালন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার  সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি। কর্মসূচি অনুযায়ী প্রথম দিন ২৩ অক্টোবর রবিবার বিকাল ৫ টায় আলোর উৎসব, সাড়ে ৬টায় বিশেষ পুজা, ৭টায় অঞ্জলি রাত ৭টা ১৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবেন মিশিগানের জনপ্রিয় ব্যান্ড দল আনন্দ। এছাড়া অন্তরা অন্তির কোরিওগ্রাফিতে রয়েছে বিশেষ নৃত্য। পরদিন সোমবার তিথি অনুযায়ী পুজা অনুষ্ঠিত হবে। পুজা স্পন্সর করছেন অপূর্ব সাহা, বৃত্তা চৌধুরী ও অস্কার সাহা। সভায় পূজার চাঁদা ৩১ ডলার নির্ধারণ করা হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী শ্যামাপূজা উদযাপন কমিটি অন্যতম ধর্মীয় অনুষ্ঠান মঙ্গলারতি উদযাপনে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে।


এ জাতীয় আরো খবর