রবিবার, মে ১৯, ২০২৪

শিব মন্দিরে মঙ্গলারতি কাল

  • নিজস্ব প্রতিবেদক :
image

ওয়ারেন, ২৯ অক্টোবর : দামোদার মাস উপলক্ষে আগামীকাল রোববার ভোরে নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে মঙ্গলারতি অনুষ্ঠিত হবে। ভোর ৫টায়  শুরু হবে মঙ্গলারতি। এতে শিব মন্দিরের কীর্তনীয়া দল ভক্তবৃন্দদের নিয়ে আকর্ষনীয় কীর্তন পরিবেশন করবেন। মন্দির প্রাঙ্গনে আয়োজিত এই মঙ্গলারতি অনুষ্ঠানে মন্দিরের সকল ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মন্দিরের কো অর্ডিনেটার রতন হাওলাদার অনুরোধ জানিয়েছেন। 
হিন্দু শাস্ত্রে বাংলা ১২ মাসের মধ্যে শ্রেষ্টতম মাস কার্তিক। মনে করা হয় এই মাস হল পরম পুণ্যের মাস। কার্তিক মাসকে আবার ‘দামোদর’ মাসও বলা হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পুরো মাস ভগবানের দিব্য লীলার শ্রবণ কীর্তনে মগ্ন থেকে ভক্তরা শ্রীকৃষ্ণের গভীর সান্নিধ্য লাভ করতে পারে। এক মাস ধরে চলা নানা অনুষ্ঠানের মাধ্যমে রাসপূর্ণিমার দিন শেষ হবে এই দামোদর মাস।


এ জাতীয় আরো খবর