সোমবার, মে ৬, ২০২৪

উচ্ছ্বাসে মুখরিত মিশিগান কালিবাড়ির পিঠা উৎসব

  • নিজস্ব প্রতিবেদক :
image

ওয়ারেন, ১৬ জানুয়ারী : বাঙালীর বারো মাসে তেরো পার্বনের চিরায়ত পৌষ পার্বনের পিঠা উৎসব গতকাল  নগরীর মিশিগান কালিবাড়িতে  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উৎসব দুপুর ১২টায় শুরু হয়ে সন্ধ্যা ৫টায় শেষ হয়।
এই উৎসবে দেখা মিলেছে গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলের অনেক জাতের পিঠা। উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল ভাপা, চিতই, পাটিসাপটা, নকশা, দুধ পুলি প্রভৃতি। দুই শতাধিক নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে উৎসবস্থল। সেই সাথে তাঁরা পিঠার স্বাদ গ্রহণ করে মুগ্ধ হয়েছেন।


এ জাতীয় আরো খবর