সোমবার, মে ৬, ২০২৪

সাউথ জার্সিতে ভজন সন্ধ্যা ১ ফেব্রুয়ারি

  • সুব্রত চৌধুরী :
image

আটলান্টিক, (নিউজার্সি) ২৯ জানুয়ারী : নিউ জারর্সি রাজ্যের সাউথ জার্সিতে আগামী ১ ফেব্রুয়ারি, বুধবার “ভজন সন্ধ্যা”র আয়োজন করা হয়েছে।  এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনা সড়কে অবস্হিত “বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দির” এর মিলনায়তনে অনুষ্ঠিতব্য “ভজন সন্ধ্যা”র  বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে হিন্দি, গুজরাতি ও বাংলায় ভজন সংগীত পরিবেশনা। ওইদিন প্রবাসী ভারতীয় ও বাংলাদেশি সংগীত শিল্পীরা  সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ভজন সংগীত পরিবেশন করবেন।
“ভজন  এক ধরনের আধ্যাত্মিক ভক্তিগীতি। সঙ্গীতের মাধ্যমে দেবদেবী এবং ঈশ্বর বা সৃষ্টিকর্তার উপাসনার মধ্য দিয়ে এ গানের সৃষ্টি। ভজন ভক্তিরস প্রধান গান এবং  আধ্যাত্ম্যবাদের  ওপর প্রতিষ্ঠিত।  ভজনের মূল প্রতিপাদ্য ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং মানুষে মানুষে বিভেদহীনতা প্রচার করা।” 
অনুষ্ঠানের  আয়োজকরা ভজন সংগীতপ্রেমীদের ভজন সন্ধ্যায় অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন “ভজন সন্ধ্যা” শেষে সবাইকে প্রসাদ/নৈশ ভোজে আপ্যায়িত  করা হবে। 


এ জাতীয় আরো খবর