শনিবার, মে ৪, ২০২৪

বিষমুক্ত ফসল উৎপাদনে পুরস্কার পেলেন মাধবপুরের বদু মিয়া

  • মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি :
image

মাধবপুর, (হবিগঞ্জ) ০৮ মার্চ : সংগ্রামী কৃষকের পুরস্কারে ভূষিত হলেন হবিগঞ্জের মাধবপুরের কৃষক বদু মিয়া। বিষ মুক্ত সবজি উৎপাদনে কৃষির সাফল্যে স্ট্যান্ডার্ড চার্টাড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড জন্য মনোনীত হয়ে পুরস্কার গ্রহন করেছেন মোঃ আব্দুল বাসের বদু। তিনি ৫ মে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বিষমুক্ত লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, বেগুনসহ বিভিন্ন প্রজাতির সবজি উৎপাদন করে। বিষমুক্ত সবজি ক্রেতাদের আগ্রহ বেড়ে উপজেলায় সাড়া পড়ে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান জানান, কিটনাশক প্রয়োগে উৎপাদিত জনস্বাস্থ্যের জন্য হুমকি সবজি চাষাবাদ পরিহার করতে বদু মিয়ার মতো কৃষকদের আগ্রহ বাড়াতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রাসারন কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী বলেন- বদু মিয়ার মতো জেলার সকল কৃষকদের বারো মাসি তরমুজ, গ্রীষ্মকালিন টমেটো, উৎপাদন, পোকামাকড় দমনে ফেরোমন ফাঁদ, আঠালো ফাঁদ, সবজি চাষে মালচিং শীটের ব্যবহারের মতো নতুন প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে। জৈব প্রযুক্তির মাধ্যমে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনে বদু মিয়ার কার্যক্রমে কৃষকরা অনুপ্রাণিত হচ্ছে।


এ জাতীয় আরো খবর