সোমবার, মে ৬, ২০২৪

মিশিগান কালিবাড়িতে দোল উৎসবে রঙিন মুখ

  • নিজস্ব প্রতিবেদক :
image

ওয়ারেন, ১৩ মার্চ : সনাতন ধর্মাবলাম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘দোল পূর্ণিমা’ গতকাল রোববার মিশিগান কালিবাড়িতে পালিত হয়েছে। অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  মন্দিরের ভক্তরা এ  উৎসব পালন করেছেন।
হোলি মানেই রঙের খেলা। ছোট ও বড় সকলের কাছে এ উৎসব রঙিন ও আনন্দময়। আর তাই  নানান রঙের রঙ দিয়ে তারা একে অপরকে রাঙিয়ে দেন। এছাড়া উৎসব উপলক্ষে মন্দিরে পূজা অর্চনা ও  প্রসাদ বিতরণ করা হয়।

বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্য গোপীদের সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। তবে বলা হয়, আদিতে দোল ও হোলি ছিল আলাদা। বর্তমানে দু’টি উৎসব একীভূত হয়েছে। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। 


এ জাতীয় আরো খবর