শুক্রবার, মে ৩, ২০২৪

মাধবপুরে বিদ্যুতে ঝলসে যাওয়া যুবককে বাঁচানো গেল না

  • মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি :
image

মাধবপুর, (হবিগঞ্জ) ২০৯ মার্চ :  মাধবপুরে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে  ঝলসে যাওয়া আফজাল ভূইয়াকে বাঁচানো গেল না। রোববার রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ৬দিন চিকিৎসাধীন থেকে অবশেষে মারা গেছে। তিনি মাধবপুর পৌরশহরের কৃষ্ণনগর গ্রামের মৃত রোকন উদ্দিন ভূইয়ার ছেলে। এর আগে গত ১৩মার্চ দুপুরে আফজল পৌরশহরের উকিলপাড়ায় নির্মাণাধীন একটি ভবনে বিদ্যুতের লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত  বিদ্যুতের ৩৩কেভি লাইনে স্পর্শ করে। এসময়  আফজলের বুক সহ শরীরের বিভিন্নস্থানে আগুন  ধরে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। সেখানে ভর্তির পর  ৬দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাত সাড়ে ১১টার দিকে  আফজাল ভূইয়ার  মৃত‍্যূ হয়। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত‍্যতা নিশ্চিত  করেছেন।


এ জাতীয় আরো খবর