শনিবার, মে ৪, ২০২৪

২২ মার্চ হস্তান্তর ২৯ ঘর : জুনে হবিগঞ্জ সদর উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক :
image

হবিগঞ্জ, ২০ মার্চ : আগামী ২২ মার্চ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ সদর উপজেলার ২৯জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করবেন। জুন মাসের মাঝেই এই উপজেলাকে শতভাগ ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে।
আজ সোমবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে এক প্রেসব্রিফিংএ উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার এই তথ্য জানান। তিনি বলেন, হবিগঞ্জ সদর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে “ক” শ্রেণীর ৩৩৭টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে ১ম পর্যায়ে ১৩৫টি, ২য় পর্যায়ে ৩০টি ও ৩য় পর্যায়ে ৩৫টিসহ ২০০ পরিবারকে পুর্ণবাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে ৭৫টি পরিবারকে পূর্ণবাসন করা হবে। এর মাঝে ২৯টি ঘর হস্তান্তর করা হবে বুধবার। হবিগঞ্জ সদর উপজেলার পইল
ইউনিয়নে এই ৭৫টি ঘর নির্মাণ করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর