বুধবার, মে ৮, ২০২৪

২০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী দেবে সায়হাম গ্রুপ

  • মাধবপুর প্রতিনিধি :
image

মাধবপুর : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার কর্মহীন ২০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী দেবে সায়হাম গ্রুপ লিমিটেড। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ফয়সল বলেন, যেকোনও দুর্যোগে সায়হাম গ্রুপ অসহায় মানুষের পাশে অতীতে ছিল। বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে।
সায়হাম গ্রুপের পরিচালক মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, মাধবপুর-চুনারুঘাটের মানুষ আমাদের পরিবারের অংশ। তাই সুখ-দুঃখের সাথী হিসেবে সারা জীবন আপনাদের পাশে থাকতে চায় সায়হাম পরিবার।ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আ. আজিজ, মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী অলি উল্লাহ, ধর্মঘর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল, চৌমুহনী ইউপি সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তুফা কামাল বাবুল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মীর্জা এস এম ইকরাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক মুখলেছুর রহমান সোহেল, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি আ. আলীম মীর বাদল, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর আলম রিপন, ধর্মঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবিদ মাস্টার, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক আনিছুল আব্দাল শাহ লিটন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাইফুর রহমান টিটু, ইকবাল শাহ রাব্বি, আল-আমিন প্রমুখ।


এ জাতীয় আরো খবর