মঙ্গলবার, মে ৭, ২০২৪

শেলবি টাউনশিপে গাড়ির ইঞ্জিনের ভেতর পাইথন

  • সুপ্রভাত মিশিগান ডেস্কঃ
image

শেলবি টাউনশিপ : সাপের দেখা মিললো এবার গাড়ির ইঞ্জিনে। তবে ক্ষুদ্র কোনো সাপ নয়, আস্ত একটা পাইথনের সন্ধান পাওয়া গেছে শেলবি টাউনশিপের একটি গাড়ির নীচের ইঞ্জিনের ভেতর। এ নিয়ে পুলিশসহ স্থানীয়দের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
স্থানীয় এক প্রতিবেশি ফোন করে পুলিশকে গাড়ির ভেতর সাপ থাকার জানান। এরপর সেখানে পুলিশ গিয়ে পাইথনটি দেখতে পায়। পুলিশ বুধবার পাইথন পাওয়ার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছে। জানা গেছে, হামলিন অ্যান্ড রায়ান থেকে পুলিশের কাছে ফোন যায়। ফোনটি পান অটোমন ফেটিগ। তিনি কিভাবে পাইথনটিকে গাড়ির ইঞ্জিনের ভেতর পেয়েছেন এবং কিভাবে উদ্ধার করেছেন সেটি ভিডিওতে দেখা গেছে। পরে একটি প্লাস্টিক ক্যারেটে রাখা হয়। পাইথনটি কোনো ব্যক্তির কিনা সেটি জানতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া হয়েছে।

Source & Photo: http://detroitnews.com


এ জাতীয় আরো খবর