শনিবার, মে ১৮, ২০২৪

ক্লিনটনডেল মিডল এবং হাই স্কুলে বোমার হুমকি

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ক্লিনটন টাউনশীপ, ১০ নভেম্বর : বোমা হামলার হুমকি পাওয়ার পর আজ  বৃহস্পতিবার ক্লিনটনডেল হাই স্কুল এবং মিডল স্কুলের ছাত্রছাত্রীদের সরিয়ে দেওয়া হয়েছিল। ক্লিনটনডেল কমিউনিটি স্কুলের সুপারিনটেনডেন্ট রড্রিগেজ ব্রডনাক্সের মতে, সকাল ৯টার দিকে, হাই স্কুলের অধ্যক্ষ ইমেলের মাধ্যমে হুমকি পেয়েছিলেন যে স্কুলে একটি বোমা রয়েছে।  প্রেরক  নিজে এবং অন্য কারো বেঁচে থাকার বিষয়ে চিন্তা করেন না"। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। তাৎক্ষনিকভাবে শিক্ষার্থীদের ফুটবল মাঠে সরিয়ে নেয়া হয়। মিশিগান স্টেট পুলিশের বোমা-স্নিফিং কুকুরগুলি কিছুই খুঁজে পায়নি, তাই শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ব্রডনাক্স বলেন, তবে বাবা-মাকে যদি তারা চায় তবে তাদের বাচ্চাদের নিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ইমেলের উৎস কী, তা খতিয়ে দেখছে পুলিশ। 
আজকের এই হুমকিটি দুই সপ্তাহ আগে  একটি এয়ারসফট বন্দুক নিয়ে স্কুলে আসার দায়ে একজন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার ফলে ক্লিনটনডেল উচ্চ বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে লকডাউন জারি করা হয়েছিল। 

Source & Photo: http://detroitnews.com


এ জাতীয় আরো খবর