শনিবার, মে ১৮, ২০২৪

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ৩ জন নিহত

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

শার্লটসভিল, (ভার্জিনিয়া) ১৪ নভেম্বর : ভার্জিনিয়া  বিশ্ববিদ্যালয়ের একটি পার্কিং গ্যারেজে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং অন্য দু'জন আহত হয়েছে। এ ঘটনায়  সন্দেহভাজন একজন ছাত্রের সন্ধানে পুলিশের তল্লাশি চলছে। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
খবরে  প্রকাশ, রবিবার রাত সাড়ে ১০টার দিকে গুলি চলে। গুলিতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এবং আরও দুজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের কাছে একটি চিঠিতে রাষ্ট্রপতি জিম রায়ান  সন্দেহভাজন ব্যক্তিকে ক্রিস্টোফার ডার্নেল জোন্স জুনিয়র হিসেবে শনাক্ত করা হয়েছে।  ইউভিএ পুলিশ বিভাগ অনলাইনে একটি বিজ্ঞপ্তি পোস্ট করেছে যে রাজ্য পুলিশ সহ একাধিক পুলিশ সংস্থা একজন সন্দেহভাজন ব্যক্তিকে অনুসন্ধান করছে যাকে "সশস্ত্র এবং বিপজ্জনক" হিসাবে বিবেচনা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় পুলিশ একটি টুইটে বলেছে, তাঁরা জোনসের সঙ্গে গোলগুলির কোনো সম্পর্ক রয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখছে। ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া তথ্যানুসারে জোনসের বয়স ২২ এবং সে একজন ফুটবল খেলোয়াড়। 


এ জাতীয় আরো খবর