শনিবার, মে ৪, ২০২৪

ওয়ারেন মিডল স্কুলে টিএইচসিযুক্ত খাবার খেয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ওয়ারেন, ০৭ ফেব্রুয়ারি : ওয়ারেন মিডল স্কুলে সহপাঠীদের বিতরণ করা টিএইচসি খাবার খেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ওয়ারেন কনসোলিডেটেড স্কুলের সুপারিনটেনডেন্ট রবার্ট লিভারনোইস গতকাল সোমবার অভিভাবকদের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, ওয়ারেনের কার্টার মিডল স্কুলের শিক্ষার্থীদের কিছু কুকিজ এবং গামি দেওয়া হয়েছিল। যাতে THC ছিল।  তিনি বলেন, সোমবার  চার জন শিক্ষার্থী স্কুলে কুকিজ এবং ক্যান্ডি বিতরণ করেছিল।  চিঠিতে আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থী টিএইচসি-ইনফিউজড খাবার খেয়েছিল তারা অসুস্থ হয়ে পড়েছিল। এ কারণে স্কুলে ডাক্তারদের ডাকতে হয়েছিল। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত শিক্ষার্থীরা 'কঠোর শৃঙ্খলার পরিণতির' সম্মুখীন হবে। লিভারনোইস বলেন, পিতামাতা এবং অভিভাবকদের এ ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। কারণ অ্যালকোহল, তামাক, ভেপিং পেন বা গাঁজা শিশুদের ব্যবহারের জন্য অবৈধ। মিশিগানে মারিজুয়ানা বৈধ হওয়ার পর থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা টিএইচসিযুক্ত ভোজ্য খাবার গ্রহণ এবং সেবন করছে সুপারিনটেনডেন্ট তার চিঠিতে বলেছেন। দুর্ভাগ্যবশত, এটি কোনও আশ্চর্যের বিষয় নয় কারণ অনেক শিশু গাঁজার ব্যবহারকে স্বাভাবিক হিসাবে দেখে এবং এটি ব্যবহারের প্রভাব বা পরিণতি বুঝতে পারে না।

Source & Photo: http://detroitnews.com


এ জাতীয় আরো খবর