বুধবার, মে ১, ২০২৪

আলাস্কার উপকূলে উড়ন্ত অজানা বস্তু : ভূপাতিত করলো মার্কিন যুদ্ধবিমান

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ওয়াশিংটন, ১১ ফেব্রুয়ারি : ফের যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে দেখা গেল অজানা বস্তু। দেখামাত্রই তা গুলি করে নামাল মার্কিন যুদ্ধবিমান। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে ৪০ হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যাচ্ছিল ওই অজানা বস্তুটি। পেন্টাগনের স্যাটেলাইটে বিষয়টি নজরে আসতেই হোয়াইট হাউসে বার্তা পাঠানো হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেটিকে গুলি করে নামানোর নির্দেশ দেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের।
হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানান,  প্রেসিডেন্ট জো বাইডেনই মিলিটারি বাহিনীকে ওই উড়ন্ত বস্তু নামানোর নির্দেশ দেন। অন্যদিকে, বাই়ডেনও কিছুক্ষণ পরে জানান, রহস্যজনক বস্তুকে নামানোর প্রচেষ্টা সফল হয়েছে। জন কিরবি জানান, এই রহস্যজনক বস্তুটি চিনা স্পাই বেলুনের তুলনায় আকারে অনেক ছোট ছিল। ছোট একটি গাড়ির আকারের উড়ন্ত কোনও বস্তু ছিল এটি। কোথা থেকে এসেছিল, কোনও রাজ্য বা কর্পোরেট সংস্থা তা উড়িয়েছিল কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ওই রহস্যজনক বস্তুর ধ্বংসাবশেষ খোঁজার কাজ শুরু করা হয়েছে। ধ্বংস হয়ে যাওয়া টুকরোগুলি উদ্ধার হলে, তা পরীক্ষা করে বিস্তারিত তথ্য জানা যাবে বলেই জানানো হয়েছে। 


এ জাতীয় আরো খবর