শনিবার, মে ৪, ২০২৪

মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর বার্কি হলকে ক্রাইম সিন টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে/Photo : Jakkar Aimery, The Detroit News

ইস্ট ল্যান্সিং, ১৪ ফেব্রুয়ারি : গতকাল সোমবার রাতে মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক বন্দুকধারীর হামলায় তিন জন নিহত এবং অপর ৫জন আহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে সোমবার গভীর রাতে মৃত অবস্থায় পাওয়া গেছে। 
ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৮টা ১৮ মিনিটে বিশ্ববিদ্যালয় চত্বরের দু’টি জায়গায় গুলি চলে। গ্র্যান্ড রিভার এবং ফার্ম লেনের কাছে ক্যাম্পাসের উত্তর প্রান্তে অবস্থিত বার্কলে হল এবং অ্যাবট রোডে  বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমের সামনে গুলি চালায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। রাত সাড়ে ১১টার পর এমএসইউ পুলিশ নিশ্চিত করে যে তিনজন নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে, যাদের ল্যানসিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাত ১টায় স্প্যারো হাসপাতালের মুখপাত্র জন ফোরেন জানিয়েছেন, আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। 


মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন বন্দুকবাজ/Photo courtesy Michigan State University police department

রোজম্যান বলেন, নিহতদের মধ্যে কেউ এমএসইউ শিক্ষার্থী বা শিক্ষক কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাত দেড়টায় এক সংবাদ সম্মেলনে রোজম্যান বলেন, 'আমরা জানি না কেন তিনি আজ রাতে ক্যাম্পাসে এসেছিলেন। তিনি বলেন, 'আজ রাতে আমরা সত্যিই দুঃস্বপ্নের মধ্যে বাস করছি। রোজম্যান বলেন, সন্দেহভাজন ছাত্র বা কর্মচারী হিসাবে এমএসইউয়ের সাথে যুক্ত ছিল না। রোজম্যান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাসে হত্যাকাণ্ডের উদ্দেশ্য নির্ধারণে কাজ করছে। রোজম্যান বলেন, সন্দেহভাজন ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল কিনা তা নিয়ে আমরা নিশ্চিত নই। 


সশস্ত্র পুলিশ কর্মকর্তারা মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের ফিলিপস হলে প্রবেশ করছেন/Photo : Jakkar Aimery, The Detroit News 

রোজম্যান পরে বলেন, উদ্দেশ্য কী ছিল সে সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই এবং উদ্দেশ্যটি কী হতে পারে তা আমি কল্পনাও করতে পারি না। রোজম্যান বলেন,  সন্দেহভাজন বন্দুকধারীকে অ্যাবোট রোড ও গ্র্যান্ড রিভার অ্যাভিনিউয়ের ভবনের উত্তর পাশে পায়ে হেঁটে ছাত্র ইউনিয়ন থেকে বের হতে দেখা গেছে। সন্দেহভাজন ব্যক্তি নিজেকে গুলি করার ঠিক আগে পুলিশের সঙ্গে কিছু যোগাযোগ ছিল বলে তার ধারণা। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশের তরফে জানানো হয়, গুলি চালিয়ে নিজেই আত্মঘাতী হয়েছে বন্দুকবাজ।   

Source & Photo: http://detroitnews.com


এ জাতীয় আরো খবর