বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলকে বিএএসজের জন্মদিনের শুভেচ্ছা

  • আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী :
image

আটলান্টিক সিটি, ২৪ মার্চ : নিউ জার্সি রাজ্যের  আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র এর শুভ জন্মদিন কাল শনিবার  (২৫ মার্চ)। তাঁর শুভ জন্মদিন উপলক্ষে তাঁকে জন্মদিনের  শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ । 
মেয়রের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার (২৪ মার্চ) দুপুরে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল নগর ভবনস্থ মেয়রের দপ্তরে তাঁর সাথে সাক্ষাত করেন। বিএএসজে নেতৃবৃন্দ মেয়রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর হাতে পুস্পস্তবক তুলে দেন। তাঁরা মেয়রের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।


এছাড়াও আটলান্টিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটির স্কুল  বোর্ড সদস্য সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, হুয়ান লি, কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ গিয়াসউদদীন, আফিয়া নাসরীন, আইটি বিশেষজ্ঞ ইকবাল হুসাইন প্রমুখ মেয়রকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
মেয়র তাঁকে জন্মদিনের  শুভেচ্ছা জানানোয় বিএএসজে নেতৃবৃন্দসহ অন্যান্যদের  আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের  কল্যাণে তাঁর ও তাঁর প্রশাসনের  সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


এ জাতীয় আরো খবর