বুধবার, মে ১, ২০২৪

এবার ভ্রমণ ভিসায় এসে যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ওয়াশিংটন, ২৬ মার্চ : ভ্রমণ অথবা ব্যবসায়ের কাজে যুক্তরাষ্ট্রে এসে কাজের জন্য আবেদন করা যাবে। দিতে পারবেন ইন্টারভিউ।ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ,ইউএসসিআইএস এ কথা জানিয়েছে। তবে চাকরিতে যোগ দেওয়ার আগে ভিসার স্ট্যাটাস বদলাতে হবে।
বলা হয়েছে, আগে পর্যটক বা ব্যবসায়িক ভিসায় বিদেশি নাগরিকরা কাজ করতে পারতেন না। সেই নিয়ম শিথিল করা হলো। যুক্তরাষ্ট্রে  বিভিন্ন উদ্দেশ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বি-১ এবং বি-২ ভিসা। বি-১ ভিসা সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য দেওয়া হয়, আর বি-২ ভিসা পর্যটনের জন্য দেওয়া হয়। এবার এই দুই ধরনের ভিসার একটি থাকলেই  চাকরির জন্য আবেদন করা সম্ভব। সম্প্রতি গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বড় বড় মার্কিন কোম্পানি কর্মী ছাঁটাই করছে। ফলে এখানে কর্মরত অনেক বিদেশি নাগরিক চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন। এই কর্মীরা এখন এখানে থাকার জন্য তাদের কাজের ভিসার অধীন নির্ধারিত ২ মাসের ,মানে ৬০ দিনের মধ্যে নতুন কর্মসংস্থান খুঁজে পেতে ঝক্কি পোহাচ্ছেন। নতুন ঘোষণায় তাদের স্বস্তি মিলছে। কারণ, এখন তারা ভিসার স্ট্যাটাস পরিবর্তন করে চাকরির আবেদন করতে পারবেন।


এ জাতীয় আরো খবর