মঙ্গলবার, মে ৭, ২০২৪

ভারতের কেরালায় বিরল ডিম পাড়ছে মুরগী, কুসুমের রং সবুজ

  • সুপ্রভাত মিশিগান ডেস্কঃ
image

মল্লাপুরাম, (কেরালা) : হলদে নয়, ডিমের কুসুমের রং সবুজ ৷ তাও আবার একটি নয়, একসঙ্গে সাত সাতটি মুরগি এমন বিরল ডিম পাড়ছে কেরালার মল্লাপুরামের একটি খামারে। এমন কী, ডিম রান্না করার পরেও কুসুমের রং অপরিবর্তিতই থাকছে! মল্লাপুরামে শিয়াবুদ্দিন নামে একব্যক্তির খামারে এই কাণ্ড ঘটেছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ18 বাংলা সূত্রের।
নিউজ18 বাংলা জানিয়েছে, ঘটনার সূত্রপাত ৯ মাস আগে। একটি মুরগির ডিমের কুসুমের রং সবুজ দেখে বাকি ডিমগুলো ফুটতে দেন খামার মালিক শিয়াবুদ্দিন। সেই ডিম ফুটে স্বাভাবিক নিয়মে বাচ্চাও বেরিয়েছিল। সেই শুরু, আপাতত খামারে এমন সাতটি মুরগি রয়েছে যেগুলি এমন সবুজ কুসুমের ডিম পাড়ছে ৷ তবে এই মুরগিগুলির আকার কিছুটা ছোট 
খামার মালিক প্রথমে ভেবেছিলেন, হয়তো মুরগিদের দেওয়া খাবারে কোনও সমস্যা রয়েছে ৷ ওই খামারে বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে ৷ মনে করা হচ্ছে, ক্রস ব্রিডিং-এর ফলে জিনগতপরিবর্তনের কারণেই এমন সবুজ ডিম পাড়ছে কয়েকটি মুরগি ৷ পশুচিকিৎসকরা অবশ্য মনে করছেন, এই সবুজ ডিম নিয়ে বৈজ্ঞানিক পর্যালোচনা হওয়া উচিত ৷ এমন বিরল ডিমের খবর ছড়িয়ে পড়তেই শিয়াবুদ্দিনের খামারে প্রচুর মানুষ ভিড় করছেন ৷ অনেকেই এইডিম চেখে দেখতে চাইছেন। বাইরে থেকে অবশ্য ডিমগুলিকে দেখলে সাধারণ ডিমের সঙ্গে ফারাক করা যাবে না ৷ 
খামারের কুড়িটির মধ্যে সাতটি মুরগি এই সবুজ ডিম পাড়ছে ৷ কীভাবে এই ডিমের উৎপাদন বাড়িয়ে চাহিদা সামাল দেওয়া যায়, ওই খামার মালিক এখন সেই পরিকল্পনাই করছেন ৷ 


এ জাতীয় আরো খবর