মঙ্গলবার, মে ৭, ২০২৪

অবশেষে দত্তক মা পেল শিশু শিম্পাঞ্জি

  • সুপ্রভাত মিশিগান ডেস্কঃ
image

ডেট্রয়েট : ডেট্রয়েট চিড়িয়াখানায় শিশু শিম্পাঞ্জিটি তার মা পেয়েছে। নতুন মায়ের সঙ্গে সে খাপ খাইয়ে নিতেও শুরু করেছে। প্রায় পাঁচ মাস ধরে শিশুটিকে দেখভাল করছিলেন চিড়িয়াখানার কর্মীরা। তাকে খাওয়ানো থেকে শুরু করে মায়ের সঙ্গে কিভাবে খাপ খাইয়ে নিতে হবে সেই শিক্ষাও দিয়েছেন কর্মীরা। এই করোনা মহামারীর মধ্যেও শিশুটিকে যত্ন নিতে ভুল করেনি কেউ। ২৪ ঘন্টায়ই তার দিকে খেয়াল রাখা হয়েছে।
ডেট্রয়েট জুলজিক্যাল সোসাইটির মুখ্য জীব বৈজ্ঞানিক কর্মকর্তা স্কট কার্টার বলেন, এটা একটা বড়ো ধরণের উৎসর্গের গল্প। করোনা মহামারীর মধ্যে রাত, সপ্তাহান্তে পুরো সময়জুড়েই শিশু শিম্পাঞ্জিটিকে যত্ন করেছেন চিড়িয়াখানার কর্মীরা। এটা এখন হৃদয় কাড়া এক গল্প যেখানে শিশুটি তার দত্তক মা পেয়েছে এবং তার ও পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হয়েছে। চিয়ানার গর্ভে ৭ জানুয়ারি জেন নামের এই শিশু শিম্পাঞ্জিটি জন্ম নেয়। জেনের জন্মের পরই ২৬ বছর বয়সী চিয়ানা অসুস্থ হয়ে পড়ে এবং তার সদ্য জন্ম নেওয়া শিশুটিকে দেখভাল করায় অক্ষম হয়ে পড়ে। এরপর চিকিৎসা দিয়ে চিয়ানাকে সুস্থ করে তোলা হয়। কিন্তু সে নতুন শিশুটিকে যত্ন নিতে চায় না। বরং ৬ বছর বয়সী জুহুরাকে নিয়েই তার চিন্তা। এরপর চিড়িয়াখানার কর্মীরাই জেনকে যত্ন নেওয়ার দায়িত্ব নেন। তাকে বোতলে দুধ খাওয়ানো শেখানো হয়। সে হারামবি ভবনের গ্রেট অ্যাপসে বাস করে। তাকে নার্সারিতে রাখা হয়নি যাতে অন্যদের দেখতে পারে এবং তাদের সঙ্গে মিলতে পারে। যদিও কার্টার জানিয়েছেন, শারীরিকভাবে তাদের মেশার কোনো সুযোগ ছিল না। জেনকে যত্ন নেওয়ার সময় অন্য শিম্পাঞ্জিগুলো আসতো এবং দেখতো। এভাবেই জেনকে সবকিছু শিখিয়ে নেওয়া হয়।

 

Source & Photo: http://detroitnews.com


এ জাতীয় আরো খবর