মঙ্গলবার, মে ৭, ২০২৪

বসন্তের ফুলের ফোর্সিথিয়া

  • চিনু মৃধা :
image

সাগিনা, (মিশিগান) ১৪ এপ্রিল : বসন্তের ফুল ফোর্সিথিয়া। জনপ্রিয় লান্ডস্কেপ গাছটি মূলত ঝোপ প্রকৃতির। দূর থেকে চোখ কেড়ে নেয়। খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। প্রথমে ফুল, তারপর ঘন পাতায় সুসজ্জিত হয়ে উঠে। প্রাইভেসির জন্য খুবই যথাযথ একটি ঝোপ ফুল গাছ। তাই তো বাড়ির সীমানা ঘিরে এই গাছ লাগাতে দেখা যায়। 

ওলিভ ফ্যামিলির ওলিয়াসেস গ্রুপ ভুক্ত। প্রায় ১১ টি প্রজাতি রয়েছে। ৯ থেকে ১০ ফুট উচ্চতা এবং  ৫ থেকে ৬ ফুট প্রস্থ হয়। এটি চীনের স্থানীয় ফুল।  কিন্তু আজকাল যুক্তরাষ্ট্রের সর্বত্র দেখা যায় এই গাছ। এদেশে এটি বসন্তের ফুল। এপ্রিলের প্রথম দিকে ফোটে। তিন সপ্তাহের মত থাকে। তারপর সবুজ ঘন পাতায় সুসজ্জিত হয়ে উঠে। ১৮০০ শতাব্দীতে স্কটিস উদ্ভিদ বিজ্ঞানী উইলিয়াম ফেরসিথিয়া এর নামানুসারে এই ফুলটির নামকরণ করা হয়েছে ফোর্সিথিয়া। কোথাও কোথাও এটি ইস্টার ট্রি হিসেবেও পরিচিত।  ফুলের পর ফল হয়। ফল এর নাম কাপসুল। এই ফল চীনে আয়ুর্বেদিক চিকিৎসাতে খুব ব্যবহৃত হয়। ফোর্সিথিয়া ফুসফুসের রোগ  (ব্রঙ্কিলিওলাইটিস), টনসিলাইটিস, গলা ব্যথা, জ্বর, বমি, হৃদরোগ, এইচআইভি/এইডস, গনোরিয়া, ব্যথা এবং ফোলা চিকিৎসাতে ব্যবহার করা হয়। ফল দেখতে বাদামের মত। চীনে চা এর সাথে আরমা পানীয় হিসেবে খুব জনপ্রিয়।


এ জাতীয় আরো খবর