মঙ্গলবার, মে ৭, ২০২৪

রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

লন্ডন, ০৮ সেপ্টেম্বর  : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। আজ বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে এমনটি নিশ্চিত করেছে ব্রিটিশ মিডিয়া বিবিসি। মৃত্যুর সময় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৭০ বছর ব্রিটেনের রাজত্বে ছিলেন। যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৫২ সালে রানি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। রানির মৃত্যুর খবরে লন্ডনে বাকিংহাম প্যালেসের সামনে লোকজন জড়ো হতে শুরু করেছে। সেখানে উপস্থিত পর্যটকদের কারও কারও চোখে পানি দেখা যায়।
বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ক্যামেরা ক্রুরাও বাকিংহাম প্রাসাদের সামনে হাজির হয়েছেন। সিংহাসনে আরোহণের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে মাত্র কয়েক মাস আগেই এই প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়িয়ে জনতার অভিবাদনের জবাব দিয়েছিলেন রানি।
এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে ‘প্রিন্স অব ওয়েলস’ চার্লস ১৪টি কমনওয়েলথ রাজ্যের দায়িত্ব গ্রহণ করবেন। এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, আজ দুপুরে বালমোরালে রানির মৃত্যু হয়েছে।


এ জাতীয় আরো খবর