শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ড্রোন হামলার জবাবে সিরিয়ায় মার্কিন বিমান হামলা

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ওয়াশিংটন, ২৪ মার্চ :  সিরিয়ায় মার্কিন সেনাদের একটি স্থাপনায় সন্দেহভাজন ইরানি ড্রোন হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত ও পাঁচ মার্কিন সেনা আহত হওয়ার ঘটনায়  সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানপন্থী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।  পেন্টাগন জানায়, সিরিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ৩৮ মিনিটে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে জোট বাহিনীর একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।  এ হামলার জন্য সিরিয়ার ইরানপন্থি গোষ্ঠীগুলোকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। আর এর জবাবেই গতকাল গভীর রাতে পাল্টা বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।  যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে তিনি এ হামলার অনুমতি দিয়েছেন। সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।


এ জাতীয় আরো খবর