মঙ্গলবার, মে ৭, ২০২৪

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে আজ

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

মস্কো, ৩০ সেপ্টেম্বর : গণভোট করে পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভূক্ত করার পথ প্রশস্ত করেলন ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের নিষেধাজ্ঞাকে অমান্য করে ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলে রাশিয়া গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত গণভোট করে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদিরা। ওই গণভোটে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দোনবাস, জাপরজাই, লুহানস্ক ও খেরসন অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার স্বপক্ষে সিংহভাগ মানুষ রায় দিয়েছেন বলে দাবি করেছে রুশপন্থী প্রশাসন। আজ শুক্রবার রুশ প্রেসিডেন্ট ক্রেমলিনে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানেই ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার কথা সরকারি ভাবে তিনি ঘোষণা করবেন বলে জানিয়েছেন রাশিয়া প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
উল্লেখ্য, গত আগস্ট মাসে দোনবাস, জাপরজাই ও খেরসন অঞ্চলে মস্কোর বসানো ‘পুতুল প্রশাসন’ গণভোটের প্রস্তুতি নিতে শুরু করে। যদিও এই গণভোটের তীব্র প্রতিক্রিয়া হয় আন্তর্জাতিক মহলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়ে দেন, গণভোট করা হলে রাশিয়ার সঙ্গে আলোচনার সব রাস্তাই অবরুদ্ধ হয়ে যাবে। রাষ্ট্রসঙ্ঘও গণভোটের প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে।
ইউক্রেনের তরফে জানানো হয়েছে, যে শহরগুলো থেকে রুশ গোলাগুলির ভয়ে আবাসিকরা পালিয়েছে সেখানে কারা ভোট দিচ্ছে? ভোটের গোটা প্রক্রিয়াটাই লোক ঠকানো বলে জানিয়েছে ইউক্রেন। এর আগেও রাশিয়া এই ধরনের গণভোটের মাধ্যমে ইউক্রেনের অংশ ক্রিমিয়া দখল করেছিল। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের।


এ জাতীয় আরো খবর