মঙ্গলবার, মে ৭, ২০২৪

৪৫ দিনের মাথায় পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

লন্ডন, ২০ অক্টোবর : শেষ পর্যন্ত চাপের মুখে পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস । মাত্র ছয় সপ্তাহ আগেই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষের বিরাগভাজন হন। তাঁর নিজের দল কনজার্ভেটিভ পার্টির অন্দরেই লিজ ট্রাসের পদত্যাগের দাবি উঠতে শুরু করে। অবশেষে বৃহস্পতিবার তিনি ইস্তফা দেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।
উল্লেখ্য, বরিস জনসনের ইস্তফার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লিজের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক। উইপ্রো প্রধান নারায়ণমূর্তির জামাই ঋষি অবশ্য একেবারে শেষ মুহুর্তে লড়াই থেকে ছিটকে যান। জয়ী হন লিজ ট্রাস।


এ জাতীয় আরো খবর