সোমবার, মে ৬, ২০২৪

ওয়ারেনে ওল্ড ইজ গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট : শাহিন-রিবু জুটি চ্যাম্পিয়ন

  • তোফায়েল রেজা সোহেল :
image

ওয়ারেন, ২৩ অক্টোবর : মিশিগানে জমজমাট আয়োজনে বাংলাদেশি প্রবাসীদের ওল্ড ইজ গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর টেন মাইলে অ্যাথলেটিকস ক্লাবের ইনডোরে রাতভর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন টপি জিতেন মোহাম্মদ মুতাকাব্বির শাহিন ও রিবু চৌধুরীর জুটি। টুর্নামেন্টে রানার্সআপ হন হেলাল ইসলাম ও সাব্বির আহমেদ জুটি। তৃতীয় স্থানের টপি জিতেন নেন আহাদ আহমেদ ও ফরহাদ আহমদ জুটি।        
আয়োজকরা জানিয়েছেন,টুর্নামেন্টে দুই জুটির গড় বয়স ছিল অনুর্ধ্ব-৭৫। মোট ২৮ টি দলে ৫৬ জন নবীন-প্রবীণ খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নেন। দর্শকরা অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে টুর্নামেন্ট উপভোগ করেন।  টুর্নামেন্টের পুরস্কার তুলে দেন রিয়েলেটর মাসুম আহমদ, কামরুল ইসলাম সাইদুর মিয়া, মনোয়ার হুসাইন ও ফয়সল চৌধুরী।  
ক্রীড়া ব্যক্তিত্ব মাসুম আহমেদ জানান, শীত মওসুমে প্রবীণরা ঘরকোণো হয়ে পড়েন। প্রবীণদেরকে খেলাধুলায় মাতিয়ে রাখতেই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্যে। আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টটি সবাই উপভোগ করেন। ভবিষ্যতে বাংলাদেশি প্রবীণদের আরো আকর্ষণীয় খেলাধূলা উপহার দেওয়া হবে।


এ জাতীয় আরো খবর