মঙ্গলবার, মে ৭, ২০২৪

এবার অ্যামাজন ছাঁটাই করছে ১০ হাজার কর্মী

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ওয়াশিংটন ১৪ নভেম্বর : টুইটার, ফেসবুকের পর এবার অ্যামাজনও হাঁটতে চলেছে গণছাঁটাইয়ের পথে ! চাকরি হ্রাসের অর্থ "একটি মন্দা দোরগোড়ায়।" কিছু অর্থনীতিবিদ কয়েক মাস ধরে সম্ভাব্য মন্দা সম্পর্কে সতর্ক করে আসছেন। তাই আমাজন  প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করার প্রস্তুতি নিচ্ছে। এই সপ্তাহ থেকেই শুরু হবে ছাঁটাই!
গত ৯ নভেম্বর একসঙ্গে ১১ হাজার কর্মীকে ফেসবুক থেকে ছেঁটে ফেলেছিলেন মার্ক জুকারবার্গ। অ্যামাজনও সেই পথেই হাঁটবে। যা এই সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় গণছাঁটাই হতে চলেছে। বিশ্বজুড়ে এই সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর সংখ্যা ১৫ লাখের বেশি। সম্প্রতি একটি মাসিক রিভিউ করেছে অ্যামাজন। সেখানে দেখা গেছে এমনকিছু ইউনিট আছে যা একেবারেই লাভজনক নয়। তাই সেইসব ইউনিট থেকে কর্মী ছাঁটাই করে খরচ কমাতে চাইছে অ্যামাজন।
টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই প্রথম গণছাঁটাইয়ের পথে হেঁটেছিলেন ইলন মাস্ক। দিন কয়েক বাদেই ফেসবুকের প্রায় ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করেন জুকারবার্গ। তবে অ্যামাজন সেই পরিমাণ ছাঁটাই না করলেও একটি বড় অংশ বাদ যাচ্ছে সংস্থা থেকে, তা একপ্রকার নিশ্চিত বলে দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে।


এ জাতীয় আরো খবর