সোমবার, মে ৬, ২০২৪

জমকালো আয়োজনে কাতার বিশ্বকাপের পর্দা উঠছে আজ

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

আল খোর, ২০ নভেম্বর : আজ রবিবার পর্দা উঠছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। কাতারের স্থানীয় সময় দুপুর একটায় শুরু হবে প্রথম ম্যাচ। এর মাধ্যমে শুরু হয়ে যাবে মাসব্যপী বিশ্বকাপের জমাট লড়াই। সেই লড়াই শুরুর আগে বর্ণিল আয়োজনে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। যেখানে মঞ্চ মাতাবেন বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা শিল্পীরা। এরপর শুরু হবে আতশবাজির ঝলকানি। আর এরমধ্যেই শেষ হবে জমকালো আয়োজন।
প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের কোনো দেশ হিসেবে কাতারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপে কাতারের এটি প্রথম অংশগ্রহণ। স্বাগতিক হিসেবে কাতার সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কাতারের আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ‘গ্রুপ-এ’র দুই দল ইকুয়েডর ও স্বাগতিক কাতার। স্টেডিয়ামে বসে সরাসরি এ অনুষ্ঠান উপভোগ করবেন ৬০ হাজার দর্শক। 
মধ্যপ্রাচ্যের দেশে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে। ৩২ দলের এই বিশ্বকাপের ভেন্যুগুলো খুব বেশি দূরে নয়। যা কিনা ফুটবল প্রেমীদের জন্য সুখবর। পাঁচ শহরে আটটি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ৬৪ ম্যাচ। স্টেডিয়ামগুলো হলো- লুসাইল স্টেডিয়াম, আল-বাইত স্টেডিয়াম, আল-রায়ান স্টেডিয়াম, আল-থুমামা স্টেডিয়াম, খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল-ওয়াকরাহ স্টেডিয়াম, কাতার ফাউন্ডেশন স্টেডিয়াম, আল-গাফারা স্টেডিয়াম। 


এ জাতীয় আরো খবর