সোমবার, মে ৬, ২০২৪

কাতার বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ছবি : ফিফা ওয়ার্ল্ড কাপ, ফেসবুক পেইজ

দোহা, ২০ নভেম্বর : বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাতারের রাজধানী দোহার আল বায়াত স্টেডিয়ামে শুরু হল ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমক ছিল চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। আজ উদ্বোধনী খেলা রয়েছে কাতার আর ইকুয়েডরের মধ্যে। অনেক আগে থেকেই দুই দলের সমর্থকরা স্টেডিয়ামে ভিড় জমান। 
নির্ধারিত সময়ের কিছুটা পরেই শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান। বর্নিল আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি। এ সময় অনুষ্ঠান মঞ্চে হাজির হন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠান মঞ্চে আসেন হলিউডি অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। এরপর মঞ্চে আসেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। মিনিট পাঁচেকের পারফরম্যান্সে গ্যালারির সকল দর্শককে জাগিয়ে তুলেছেন এই তারকা।   জাংকুকের মনোমুগ্ধকর পারফরম্যান্সের সময় বিশ্বকাপের মাসকট লা’ইবও পারফর্ম করেছেন মঞ্চে। ফ্রান্সের প্রাক্তন ফুটবলার মার্সেল ডেসিলি মাঠে প্রবেশ করেন ট্রফি নিয়ে।  উদ্বোধনী অনুষ্ঠানের পর উদ্বোধনী ম্যাচে অংশ নেয় স্বাগতিক কাতার-ইকুয়েডর।


এ জাতীয় আরো খবর