মঙ্গলবার, মে ৭, ২০২৪

আসরের প্রথম জয় তুলে নিল ইকুয়েডর

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ছবি : ফিফা ওয়ার্ল্ড কাপ, ফেসবুক পেইজ

দোহা, ২০ নভেম্বর :  কাতারকে ২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইকুয়েডর। রবিবার কাতারের আল বায়াত স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার দুটি দেশ। কাতারের থেকে ধারে ভারে অনেকটাই এগিয়ে ছিল ইকুয়েডর। খেলায় সেই প্রতিফলনও চোখে পড়ল।
ম্যাচ শুরুর ৫ মিনিটেই গোল দিয়েছিলেন ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া। তবে অফসাইডে বাতিল হয়। ১৬ মিনিটে পেনালটি থেকে আবার গোল দেন। এই বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে জায়গা করে নেন ইতিহাসের পাতায়। এ ছাড়া প্রথম হলুদ কার্ড দেখেন কাতারের সাদ আলশিব। ৩১ মিনিটে আবারও গোল! আবারও সেই ভ্যালেন্সিয়া! ২-০ গোলে এগিয়ে ইকুয়েডর। ডি বক্সের মাঝে  ক্রস পেয়ে দারুণ হেডে বল কাতারের জালে জড়ান তিনি। 
ম্যাচে কাতারের তুলনায় নিজেদের মধ্যে পাস বেশি খেলেছে ইকুয়েডর। বলের দখলও তাদেরই বেশি ছিল। গোলমুখী শট ইকুয়েডর মেরেছে ৩টি। অন্যদিকে, কাতার গোল লক্ষ্য করে একটিও শট মারতে পারেনি। ৬ মিনিট সংযোজিত সময় দেওয়া হয়েছিল। লড়াই করলেও কাতার ব্যবধান কমাতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জেতে ইকুয়েডর।


এ জাতীয় আরো খবর