সোমবার, মে ৬, ২০২৪

১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়লো যুক্তরাষ্ট্র-ওয়েলস্

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ছবি : ফিফা ওয়ার্ল্ড কাপ, ফেসবুক পেইজ

দোহা, ২২ নভেম্বর : ৬৪ বছর পর বিশ্বকাপের আসরে সুযোগ পেয়েছে গ্রেট ব্রিটেনের ছোট্ট দেশ ওয়েলস্। প্রতিপক্ষ ছিল এক আসর পর বিশ্বকাপে নামা যুক্তরাষ্ট্র। দুই দল আক্রমণ-প্রতি আক্রমণে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে ফুটবল ভক্তদের। কাতারের আল রাইয়ানের আহমাদ বিন আলি স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করে তারা।
এদিন ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ বারহল্টার। অন্যদিকে, ৩-৫-২ ছকে দল সাজিয়েছিলেন ওয়েলস কোচ পেজ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল দুই দল। প্রথমার্থের ৩৬ মিনিটের মাথায় গোল করে আমেরিকাকে এগিয়ে দেন টিমোথি ওয়ে। একের পর চেষ্টা চালালেও প্রথমার্থে গোল শোধ করতে পারেনি ওয়েলস। দ্বিতীয়ার্ধের শেষ দিকে যখন সকলে প্রায় ধরেই নিয়েছেন আমেরিকা জিতছে, সেই সময় (৮২ মিনিট) পেনাল্টি থেকে গোল করে ওয়েলসকে সমতায় ফেরান তারকা ফুটবলার গ্যারেথ বেল। শেষ পর্যন্ত ম্যাচ ১-১ ড্র হয়। গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুই দল।


এ জাতীয় আরো খবর