সোমবার, মে ৬, ২০২৪

সাম্বার ছন্দে শেষ আটে ব্রাজিল

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ছবি : ফিফা ওয়ার্ল্ড কাপ, ফেসবুক পেইজ

দোহা, ০৫ ডিসেম্বর : কাতারে ফিরল সাম্বা। তালে তালে কোমর দোলালেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, পাকুয়েতারা। 'জোগো বোনিতো'র সাক্ষী থাকল বিশ্বের ব্রাজিল ভক্তরা। সোমবার রাতে দোহার স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। প্রথম ৩৭ মিনিটে চার গোল। একেই বলে ব্রাজিল। ফুটবল ঐতিহ্যর সঙ্গে শিল্পের মিশেল। সঙ্গে বাড়তি পাওনা নেইমারের প্রত্যাবর্তন। চুলে রং করে নতুন লুকে শুধু নামলেনই না, সবুজ গালিচায় হলুদ রং ছড়িয়ে ব্রাজিল দলকে নতুন লুক দিলেন তারকা ফুটবলার। ম্যাচের বয়স তখন মাত্র ৭। কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে প্রথমে নেইমারদের হার্ডল। তারপর লাফিয়ে লাফিয়ে সেলিব্রেশন, সঙ্গে গান। শেষে সাম্বা নাচ। প্রথম আধ ঘণ্টায় এই প্রক্রিয়া চলল তিনবার। তার সাত মিনিট পর চতুর্থবার। প্রতি গোলের পর এভাবেই অভিনব উৎসবে মাতল টিম ব্রাজিল। তৃতীয় গোলের পর রিজার্ভ বেঞ্চে কোচ তিতেকেও সাম্বা নাচে সামিল করলেন রিচার্লিসন। 
 দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ অনেকটাই কমে যায় ব্রাজিলের। সেই সুযোগ কাজে লাগিয়ে আক্রমণ গড়ে তোলে দক্ষিণ কোরিয়া। একের পর এক সুযোগও পায় এশিয়ান দলটি। তবে গোলের মুখ খুলতে পারেনি। ৭৬ মিনিটে অসাধারণ একটি শটে ব্যবধান কমান সিউং-হো। তবে ব্রাজিলের দাপুটে পারফরম্যান্সের পেরে উঠলো না কোরিয়া। জয় নিয়ে মাঠ ছাড়ল তিতের দল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার  বিরুদ্ধে খেলবেন নেইমাররা। আন্তর্জাতিক ফুটবলে ৭৬ টি গোল করে ফেললেন নেইমার। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি পেলেকে ছুঁতে নেইমারের দরকার আর একটি গোল।


এ জাতীয় আরো খবর