সোমবার, মে ৬, ২০২৪

টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর জয় : সেমিফাইনালে আর্জেন্টিনা

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ছবি : ফিফা ওয়ার্ল্ড কাপ, ফেসবুক পেইজ

লুসাইল, ০৯ ডিসেম্বর :  নেদারল্যান্ডের বিরুদ্ধে জয়ের হাসি হাসলো আর্জেন্টিনা। শুক্রবার রাতে কাতারের লুসেইল স্টেডিয়ামে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল মেসির দল।
ম্যাচের প্রথম থেকেই দু’দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। ম্যাচের ৩৫ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। মেসির নিশ্চিত পাস থেকে গোল করেন নাহুয়েল মলিনা। লিড পেয়ে আরো তেড়েফুড়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৪০ মিনিটে বক্সের ভেতর থেকে শট করেন মেসি। তবে তা আটকে দেন অ্যান্ড্র নোপার্ট। ম্যাচের ৪৩ মিনিটে  নেদারল্যান্ড ফ্রি কিক পেলেও তা কাজে লাগাতে পারেনি। বিরতিতে  ১ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৭১ মিনিটে বক্সের ভেতর আকুনাকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে গোল করে মেসি। ম্যাচে ২-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮২তম মিনিটে প্রথম গোল করে নেদারল্যান্ড। ডানদিক থেকে সতীর্থের ক্রস  থেকে স্কোরলাইন ২-১ করে ফেলেন ওউট ওয়েঘোর্স্ট। ম্যাচের অতিরিক্ত ১০ মিনিট সময়ে ফ্রি কিক থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ওউট ওয়েঘোর্স্ট। স্কোরলাইন ২-২ হতেই ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। এই সময় কোন দলই আর গোল করতে পারেনি। ফলে টাইব্রেকারে পৌঁছয় ম্যাচ। আর্জেন্টিনার হয়ে গোল করেন মেসি, পারেদেজ, মন্টিয়েল এবং মার্টিনেজ। একমাত্র বাইরে মারেন এনজো ফার্নান্দেজ। অন্যদিকে শুরুতেই মিস করেন ভার্জিল ভ্যান ডাইক। ডাচদের প্রথম শট বাঁচিয়ে দেন মার্টিনেজ। বারগুইসের দ্বিতীয় শটও সেভ করেন আর্জেন্টিনার গোলকিপার। পরের তিনটে পেনাল্টিতে কুপমেইনার্স, উইঘার্স্ট, ডি জং গোল করলেও ডাচ কিপার নোপার্ট বিপক্ষের কোনও শট রুখতে পারেননি। টাইব্রেকারে টানটান উত্তেজনার শেষে  নেদারল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে আর্জেন্টিনা।


এ জাতীয় আরো খবর