সোমবার, মে ৬, ২০২৪

আর মাত্র কয়েক ঘণ্টা : সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

লুসাইল, ১৩ ডিসেম্বর : আর মাত্র ৫ ঘন্টা,  এরপরই কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।  কাতারের লুসাইল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২ টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।
বিশ্বকাপের ইতিহাস বলে সেমিফাইনাল খেলা মানে আর্জেন্টিনার জয়। এর আগে যতবার সেমিফাইনাল খেলেছে ততবারই ফাইনালে খেলেছে দলটি। দলের অধিনায়ক লিওনেল মেসির সামনে হাতছানি দিচ্ছে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে খেলার। ২০১৪ সালে ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভাঙে মেসির।
এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ক্রোয়েশিয়া ২০১৮-র রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ। অন্যদিকে, আর্জেন্টিনা ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের রানার্স আপ দল। দুই দলেই রয়েছেন একাধিক দুর্দান্ত ফুটবলার। তবে লাতিন আমেরিকার দলটির চালিকাশক্তি যেমন মেসি। তেমনই ইউরোপের দলটির চালিকাশক্তি হলেন লুকা মডরিচ। গতবার এই ক্রোয়েশিয়ার কাছে গ্রুপ পর্যায়ের ম্যাচেই ০-৩ গোলে বিধ্বস্ত হয়ে মাথা নীচু করে মাঠ ছাড়েন মেসিরা। নিশ্চিতভাবেই সেই দিন ফিরে আসুক, চাইবেন না মেসি। বিশ্বকাপের আসরে এখনও পর্যন্ত ফলাফলটা ১-১। কারণ ১৯৯৮ সালে যেবার প্রথমবার বিশ্বকাপের আসরে নিজেদের চেনায় ক্রোয়েশিয়া, সেবার গ্রুপ পর্যায়ে আর্জেন্টিনার কাছে হার এড়াতে পারেননি ক্রোটরা। তবে এবার পরিস্থিতি আলাদা। যথেষ্ট লড়াকু ফুটবল উপহার দিয়েছে দু-দলই। মেসি নাকি মডরিচ, কে পৌঁছোবে ফাইনালে, তা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।


এ জাতীয় আরো খবর