সোমবার, মে ৬, ২০২৪

তৃতীয় স্থান নির্ধারণ আজ : মুখোমুখি ক্রোয়েশিয়া-মরক্কো

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ছবি : ফিফা ওয়ার্ল্ড কাপ, ফেসবুক পেইজ

দোহা, ১৭ ডিসেম্বর : বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ  লড়বে ক্রোয়েশিয়া এবং মরক্কো। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০ টায় ম্যাচ শুরু হবে। 
কাতার বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক চমক দেখিয়েছে মরক্কো। স্পেন পর্তুগালের মতন শক্তিশালী দলকে পেছনে ফেলে শেষ চারে পৌঁছে গিয়েছিল অ্যাটলাস লায়ন্সরা। সেমিতে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে তাঁদের। তবে তৃতীয় স্থান দখলের হাতছানি রয়েছে মরক্কোর। তাঁরা আজ মুখোমুখি হচ্ছে গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।
তবে কাতারে শেষ ম্যাচকে গুরুত্বহীন মনে করতে চান না মরক্কোর কোচ। ওয়ালিদ বলেন, 'যদি অন্য কিছু হত এবং আমরা ফাইনালে খেলতাম, তাহলে ভাল লাগত। তবে এখন আমাদের আরেকটা ম্যাচ খেলতে হবে। আমি জানি চতুর্থ হয়ে শেষ করার থেকে তৃতীয় হওয়া কতটা গুরুত্বপূর্ণ।' ক্রোয়েশিয়ার কোচ দালিচও এই ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, 'আমাদের কাছে এটা বড় ফাইনাল। বড় ম্যাচ এবং মেডেলের জন্য লড়াই।' এখন দেখার মদ্রিচ বনাম হাকিমির যুদ্ধে শেষ হাসি কে হাসে। 

 


এ জাতীয় আরো খবর