মঙ্গলবার, মে ৭, ২০২৪

মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দিল ওয়াশিংটন

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ওয়াশিংটন, ১৪ ফেব্রুয়ারি :  রাশিয়ায় বসবাসকারী ও ভ্রমণরত সমস্ত মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে নতুন করে রাশিয়া ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে নাগরিকদের। জানা গিয়েছে, ইউক্রেন ইস্যু এবং রাশিয়ায় মার্কিন নাগরিকদের বিধিবহির্ভূত গ্রেপ্তার ও হয়রানির কারণে এমন পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে "যেসব মার্কিনি রাশিয়ায় অবস্থান করছেন কিংবা ভ্রমণে গেছেন, তাদের অবিলম্বে দেশটি ছাড়া উচিত। কেউ রাশিয়া ভ্রমণ করবেন না।"
অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি বৃদ্ধির কারণে সতর্কতা হিসেবে এমন পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মস্কোয় মার্কিন দূতাবাস। তাদের দাবি, রাশিয়ার নিরাপত্তা বাহিনী মিথ্যা অভিযোগে মার্কিন নাগরিকদের গ্রেপ্তার করছে এবং বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করছে। এছাড়া রাশিয়া গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করেছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেশগুলির সাথে সম্পর্কের অবনতি হয়েছে।
সূত্র : দি হিল


এ জাতীয় আরো খবর