মঙ্গলবার, মে ৭, ২০২৪

উইন্ডসরে মাল্টিন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল সম্পন্ন

  • কামরুজ্জামান হেলাল :
image

উইন্ডসর, (অন্টারিও) ১৯ ফেব্রুয়ারি :  উইন্ডসর সিটিতে তৃতীয়বারের মতো মাল্টিন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল হয়েছে। গতকাল শনিবার উইন্ডসর শহরের কাবোটো ক্লাবে আয়োজিত অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশি অলাভজনক সংস্থা ‘হারমোনি কালচারাল রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ ফোরাম'। এতে বিশ্বের ২৮টি দেশ অংশগ্রহন করে।

বৈশ্বিক করোনা মহামারির কারনে গত দুই বছর বিরতির পর এবারের আয়োজনকে ঘিরে বেশ উচ্ছ্বসিত ছিলো প্রবাসী বাংলাদেশিরা। এবারের আয়োজনে বিশ্বের মোট ২৮টি দেশের শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতিক ৩২ টি পরিবেশনা নিয়ে হাজির হোন। যার মাধ্যমে দেশগুলো নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে বিশ্বের বুকে নিজেদের অবস্থান জানান দেন। একইসাথে বাংলাদেশি শিল্পীরাও হাজার মাইল দূরের দেশে তুলে ধরেন লাল সবুজের পতাকা বাংলাদেশ ও বাঙালি সাংস্কৃতিকে। অনুষ্টানে বিভিন্ন দেশের দেওয়া ষ্টল গুলোতে নজর কাড়ে আগত দর্শকদের। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন কানাডার উইন্ডসর শহরের স্থানীয় বাংলাদেশি রিয়েলেটর রনি হায়দার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডসর সিটির সিটি কাউন্সিলর ফ্যাবিও কস্তান্তে, ফায়ার ডিপার্টমেন্টের চিফ অ্যাসিস্টেন রব সোমারভিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএইচসি এর সিইও জুন মুইর। এছাড়া হারমনির পরিচালকদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন মুস্তাফিজুর রহমান, ড. ওমর ফারুক, খালেক জামান, ড. মোন্তাজির রহমান এবং মুনতাসির নাসির সৈকত। 

অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন ড. রনি রায়, সৌমো খান, টিম রহমান, খোকন নাসিরউদ্দিন, শায়লা হক সহ আরো অনেকে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন দেশের টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর