মঙ্গলবার, মে ৭, ২০২৪

মেক্সিকোতে অপহৃত ২মার্কিন নাগরিক নিহত, দুইজন জীবিত

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

সিউদাদ ভিক্টোরিয়া, মেক্সিকো  ০৭ মার্চ : মেক্সিকোতে গত সপ্তাহে অপহৃত চার আমেরিকানের মধ্যে দুজনকে মঙ্গলবার মৃত অবস্থায় পাওয়া গেছে।  অপহরণের শিকার একজন আহত এবং অন্যজন জীবিত রয়েছেন বলে জানানো হয়েছে।  
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর এর সঙ্গে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় তামাউলিপাসের গভর্নর আমেরিকো ভিয়ারিয়াল নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  বলেন, অপহরণের শিকার চার জনের মধ্যে দুজন মারা গেছেন। একজন আহত হয়েছেন এবং অন্যজন জীবিত রয়েছেন। ভিয়ারিয়াল বলেন, "অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মীরা এখন তাদের সহায়তা দেওয়ার জন্য পথে রয়েছে। বেঁচে যাওয়া দু'জন এখন নিরাপদ স্থানে রয়েছেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে মেক্সিকোর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।গত শুক্রবার  চিকিৎসা সহায়তার জন্য টেক্সাস থেকে মেক্সিকোতে প্রবেশের পর  অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর সেখান থেকে চারজনকে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায় অস্ত্রধারীরা। উল্লেখ্য, অপরাধ ও অপহরণের কারণে মেক্সিকোর যে ছয়টি রাজ্য ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তামাউলিপাস সেগুলোর একটি।
সূত্র : নিউ ইয়র্ক টাইমস


এ জাতীয় আরো খবর