মঙ্গলবার, মে ৭, ২০২৪

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

হেগ, ১৭ মার্চ :  আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আজ শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মস্কো তার প্রতিবেশী দেশটিতে এক বছরের আগ্রাসনের সময় নৃশংসতার অভিযোগ বারবার অস্বীকার করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কোনো তাৎপর্য নেই। ইউক্রেনের ভূখণ্ড থেকে অবৈধভাবে রুশ ফেডারেশনে শিশুদের নির্বাসন এবং অবৈধভাবে ইউক্রেনের বাসিন্দাদের স্থানান্তরের দায় পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেকসেয়েভনা লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া।


এ জাতীয় আরো খবর