রবিবার, মে ১৯, ২০২৪

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

আগরতলা, ১৪ মে : আজ বিকেলে হঠাৎ ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিপ্লব দেবের পর কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যে আলোচনা শুরু হয়। দলের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব গিয়েছেন ত্রিপুরায়, তাঁর সঙ্গে রয়েছেন বিনোদ তাওরে। যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যথেষ্ট ঘনিষ্ঠ বলেই পরিচিত। জানা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছিলেন বিধায়কেরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী মুখ্যমন্ত্রী স্থির করুন। এরপর পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলো বিজেপি।
ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হলো মানিক সাহাকে। মুখ্যমন্ত্রী হবার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন মানিক সাহা। যিনি একাধারে রাজ্যসভার সাংসদ, অন্যদিকে ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি। যেহেতু তিনি দলের রাজ্য সভাপতি, সেজন্য সংগঠনে তাঁর একটা বড় রকম প্রভাব রয়েছে। বিপ্লব দেবকে নিয়ে সংগঠনের মধ্যে যে সমস্যা গুলি তৈরি হয়েছিল। সেই সমস্যা দূর করতে মানিক সাহাকে বেছে নিল বিজেপি। রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি।
আবার মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে এগিয়ে ছিলেন ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, ত্রিপুরার সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, কৃষ্ণপুরের বিধায়ক অতুল দেববর্মা প্রমুখরা। তবে, সকলকে পেছনে ফেলে শেষপর্যন্ত এগিয়ে গেলেন মানিক সাহা।
সূত্র :  প্রথম কলকাতা


 

 


এ জাতীয় আরো খবর