রবিবার, মে ১৯, ২০২৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনক

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

লন্ডন, ১৪ জুলাই : ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে বরিস জনসনের উত্তরসূরি হওয়ার পথে একধাপ এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে। খবরে প্রকাশ,  ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রথম রাউন্ডের ভোটে ঋষি সুনক ৮৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর ঠিক পেছনে রয়েছেন পেনি মর্ডান্ট (৬৭ ভোট) ও লিজ ট্রস (৫০ ভোট)। এই পর্বে মোট ৮ জন প্রার্থী ছিলেন। এরাই হলেন সুয়েলা ব্রাভারম্যান, ঋষি সুনাক, লিজ ট্রস, নাদিম জাহাভি, পেনি মর্ডান্ট, কামি বেডনক, জেরেমি হান্ট এবং টম টুজেন্ট। এখন এই দৌড় থেকে বাদ পড়েছেন নাদিম জাহাভি এবং জেরেমি হান্ট। ২১ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতায় মাত্র ২ জন  প্রার্থী টিকে থাকবেন। তাঁদের মধ্যেই চূড়ান্ত পর্যায়ের লড়াই হবে। ৫ সেপ্টেম্বর চূড়ান্ত হবে কে প্রধানমন্ত্রী হচ্ছেন।


এ জাতীয় আরো খবর