রবিবার, মে ১৯, ২০২৪

জুয়া সংস্থার সঙ্গে চুক্তি, শাকিবকে নিয়ে তোলপাড়

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ঢাকা ০৫ আগস্ট : এবার জড়ালেন স্পন্সরশিপ বিতর্কে। একটি সংবাদ সংস্থার সঙ্গে চুক্তি করেন বাংলাদেশের অধিনায়ক। জানা গিয়েছে সেই পোর্টাল একটি জুয়া সংস্থার। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় সেই চুক্তির কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু সেটা যে জুয়া সংস্থার সঙ্গে জড়িত সেটা গোপন রেখেছেন। বাংলাদেশে জুয়া আইন বিরোধী। তাই শাকিবকে নোটিস পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাঁদের অভিযোগ, এই বিষয়ে বোর্ডকে অন্ধকারে রাখা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, 'শাকিবের নতুন বাণিজ্যিক চুক্তি নিয়ে বোর্ডের সভায় আলোচনা হয়েছে। ওকে নোটিস পাঠানো হবে। ওকে চুক্তির বিস্তারিত জানাতে বলা হয়েছে। চুক্তি করার আগে শাকিব আমাদের অনুমতি নেয়নি। জুয়ার সঙ্গে জড়িত কোনও কিছু আমরা মানব না। আমরা সকলেই ভলো করে জানি সংস্থাটা কী করে। তাও আমাদের কিছু জানানো হয়নি।'
এই ঘটনায় এতটাই বিরক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আইনি পরামর্শের পথে হাঁটতে পারেন তাঁরা। পাশাপাশি শাস্তিও হতে পারে শাকিবের। এই প্রসঙ্গে নাজমুল হাসান আরও বলেন, 'সংবাদ পোর্টালের সঙ্গে জুয়ার যোগ নাও থাকতে পারে। আমরা আইনি দিকও খতিয়ে দেখছি। আমরা বেআইনি কিছু প্রশ্রয় দিতে পারব না। আমাদের ভাবমূর্তি নষ্ট করতে পারব না।' বোর্ডের আশা বাংলাদেশের অধিনায়ক বিষয়টি বুঝবেন। তাঁদের কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে না। প্রসঙ্গত, কয়েকবছর আগে এইধরনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন শাকিব। ২০১৯ সালে ম্যাচ গড়াপেটার প্রস্তাব বোর্ডকে বা জানানোর অপরাধে এক বছর নির্বাসিত হয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
সূত্র : আজকাল.ইন 


এ জাতীয় আরো খবর