রবিবার, মে ১৯, ২০২৪

কানাডায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মেজর সুরঞ্জন দাশ সস্ত্রীক নিহত

  • নিজস্ব প্রতিবেদক :
image

কেলোনা সিটি, (ব্রিটিশ কলম্বিয়া) ০৬ আগস্ট : বীর মুক্তিযোদ্ধা, দৈনিক মাতৃভূমি পত্রিকার সাবেক প্রকাশক মেজর (অব.) সুরঞ্জন দাশ (৭০) ও তাঁর স্ত্রী  সুপর্না দাস এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে  ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের  কেলোনা সিটিতে এই  দুর্ঘটনাটি ঘটেছে।  মৃত্যুকালে তিনি ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজনও  গুণগ্রাহী রেখে গেছেন। 

হবিগঞ্জের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, নবীগঞ্জ কীর্তি নারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা সুরঞ্জন দাশ উপজেলার ঘুমঘুমিয়া গ্রামের বাসিন্দা। মুক্তিযুদ্ধ শুরুর সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পরে তিনি ভারতের মেঘালয়ে অবস্থিত ইকো-ওয়ান প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নিতে সীমান্ত অতিক্রম করে ৫ নং সেক্টরের অধীনে মুক্তিবাহিনীতে যোগদেন। পাকিস্তানী সেনারা তার বাড়ি ঘরে হামলা চালিয়ে সবকিছু জ্বালিয়ে দেয় এবং তার ভাইসহ অন্যান্য আত্মীয়-স্বজনকে হত্যা করে।  যুদ্ধ শেষে দেশ স্বাধীন হলে সুরঞ্জন দাশ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। চাকুরী থেকে অবসর গ্রহণের পর  তিনি ঢাকা থেকে দৈনিক মাতৃভূমি নামে একটি পত্রিকা  প্রকাশ করেন। পরে তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রয়াতের ছেলে মেয়ে কানাডা প্রবাসী। তার এক ছেলে ও এক মেয়ে  চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।


এ জাতীয় আরো খবর