শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে ‘স্বাধীনতা কনসার্ট’ কাল

  • নিজস্ব প্রতিবেদক :
image

ওয়ারেন, ১৮ মার্চ : স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল রোববার বিকেলে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে এক  স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হয়েছে।
বিকাল ৬টায় নগরীর ২০০২১, মেমফিস এভিনউস্থ কালচারাল সেন্টারে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে মিশিগানের জনপ্রিয় কন্ঠশিল্পী জিন্নাহ খান এবং স্থানীয় ব্যান্ড দল টেন এন্ড হাফ মাইল ব্যান্ড দল গান গাইবে। কনসার্টের প্রোগ্রাম কো অর্ডিনেটর রসি এ মীর জানান, ৭১ এর  মহান মুক্তিযুদ্ধের সময় নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে ও অর্থ সংগ্রহের লক্ষ্যে আয়োজন করা হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এর আয়োজক ছিলেন ভারতীয় সেতারবাদক ওস্তাদ রবিশঙ্কর ও তার বন্ধু সাবেক বিটলস সংগীত দলের লিড গিটারবাদক জর্জ হ্যারিসন। সেই কনসার্টের স্মরনে মৃধা বেঙ্গলি  কালচারাল সেন্টার এই ‘স্বাধীনতা কনসার্ট’ এর আয়োজন করেছে। তিনি সকল প্রবাসীকে অনুষ্ঠান উপভোগের আমন্ত্রন জানিয়েছেন। এদিকে  মৃধা বেঙ্গলি  কালচারাল সেন্টারের কো অর্ডিনেটর মৃদুল কান্তি সরকার জানিয়েছেন, সামনে রমজান। পবিত্র এই মাসের কারণে ২৬ মার্চের অনুষ্ঠান এগিয়ে আনা হয়েছে।


এ জাতীয় আরো খবর